সিলেটে সমাবেশ করে নির্বাচন পরিচালনা কমিটি গঠন

সিসিক নির্বাচনে আনোয়ারুজ্জামানকে নির্বাচিত করলে নগরীর রুপরেখা পাল্টে যাবে : নানক

সিসিক নির্বাচনে আনোয়ারুজ্জামানকে নির্বাচিত করলে নগরীর রুপরেখা পাল্টে যাবে : নানক

আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সিলেটে আনোয়ারুজ্জামান চৌধুরীকে মেয়র নির্বাচিত করলে নগরীর রূপরেখা বদলে যাবে। 

মেয়র আরিফুল হক চৌধুরীর উন্নয়ন কাজের সমালোচনা করে বিপুল টাকা কোথায় ব্যয় করা হয়েছে সেই প্রশ্ন তুলেছেন আওয়ামীলীগের শীর্ষ নেতারা। 

বৃহস্পতিবার রাতে নগরীর একটি কনভেনশন সেন্টারে দলীয় মেয়রপ্রার্থী আনোয়ারুজ্জামান এর নির্বাচন পরিচালনায় কমিটি গঠন ও দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

সিলেট মহানগর আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদকে আহ্বায়ক ও শফিকুর রহমানকে সদস্য সচিব করে জেলা ও মহানগরীর সভাপতি সাধারন সম্পাদকদ্বয়কে সদস্য সচিব করে কমিটি ঘোষণা করেছেন শীর্ষ নেতা আহমদ হোসেন। 

প্রধান অতিথির বক্তব্যে নানক আরও বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ সিলেট জেলা ও মহানগর এক অভিন্ন ঐক্যবদ্ধ শক্তি।

২০১৩ থেকে ২০২৩ এই দশ বছরের উন্নয়নে সিলেট মহানগরে কি হয়েছে তা দেখলে কষ্ট লাগে কিন্তু নেত্রী দুহাত ঢেলে দিয়েছেন।

বরিশাল, ময়মনসিংহ, চট্রগ্রামে যে উন্নয়ন হয়েছে তার ধারে কাছেউ নেই সিলেটের উন্নয়ন।

প্রিয় সিলেট বাসী আপনারা আনোয়ারুজ্জামান চৌধুরীকে নৌকায় মেয়র প্রার্থী হিসেবে নির্বাচিত করুন দেখবেন সিলেটের রুপ রেখা পাল্টে যাবে।

আপনারা প্রত্যেকে ঘরে ঘরে গিয়ে নৌকার জন্য আনোয়ারুজ্জামান চৌধুরীর জন্য গিয়ে ভোট চাইতে হবে।

সকাল সকাল ঘুম থেকে উঠে ভোট কেন্দ্রে যেতে হবে এবং নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীকে বিজয়ী করতে হবে।

যারা আজ এত বড় বড় কথা বলে বন্যার সময় কোথায় ছিলেন আপনারা।

তখন তো শুধু আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা ছুটে এসেছিলেন তিনি জনগণের পাশে দাঁড়ানোর জন্য। চালক ভাল না হওয়ায় সিলেটের উন্নয়ন হয় নি তাইত এই দুঃখ প্রবাসীদের।

সিলেটের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাস্তার উন্নয়নে, বিশ্ববিদ্যালয়ের জন্য, জনগণের কল্যাণের জন্য দুহাত বরাদ্দ দিয়ে যাচ্ছেন। বরাদ্দ আসবে সিলেটে চর টাকা বরাদ্দের টাকা যাবে লন্ডনে এটা হবে না।

তিনি আরো বলেন, সিলেট জেলা আওয়ামিলীগ ও মহানগর আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামিলীগ, মহিলা যুবলীগ, মাঠে কাজ করতে হবে। আওয়ামিলীগ সিলেটে ঐক্যবদ্ধ আর আমরা সব সময় ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাব।

তৃণমূল থেকে শুরু করে প্রতিটি কর্মীকে ভোটারদের দোয়ারে দোয়ারে যেতে হবে নৌকার বিজয় নিশ্চিত করার জন্য।

সিলেট মহানগর আওয়ামিলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল ও সিলেট মহানগর আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটি এম হাসান জেবুলের যৌথ সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক বলেন, আমরা সবকিছু ভুলে আমরা আমাদের নেত্রীর হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ ভাবে আনোয়ারুজ্জামান চৌধুরীকে বিজয়ী করার লক্ষে কাজ করতে হবে।

আমরা মানুষের ধারে যাব মানুষের কাছে যাব ঘরে ঘরে যাব মহিলাদের কাছে গিয়ে ভোট চেয়ে নিয়ে আসব আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মার্কা ও আওয়ামিলীগের মার্কা নৌকাকে বিজয়ী করতে সকলে এক সাথে কাজ করব।

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, আওয়ামিলীগ একটি বৃহৎ দল আমাদের পৌরসভা ও সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন বদর উদ্দিন আহমদ কামরান। অনেকেই মনোনয়ন কিনেছিলেন এর থেকে একজনকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে।

গত ১০ বছর আওয়ামীলীগের সময়ে সিলেট সিটি করপোরেশনে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন এবং নগরীর বিভিন্ন রাস্তা, খাল, নালা, ড্রেন,কার্লভার্টের জন্য, জলাবদ্ধতার জন্য সাড়ে তেরশ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে কিন্তু সেই বরাদ্দ অনুযায়ী কোন উন্নয়ন হয় নি। আর এর জবাব দিব আমরা নৌকা মার্কাকে বিজয়ী করে। 

কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. মুশফিক হোসেন চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধভাবে সকলে মিলে কাজ করব। আর সিলেট সিটি করপোরেশনে নৌকাকে বিজয়ী করার মাধ্যমে আমরা জাতীয় নির্বাচনে বিজয়ের ইঙ্গিত দিতে চাই।

আজিজুস সামাদ ডন বলেন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকাকে বিজয়ী করতে হবে আর আনোয়ারুজ্জামান বিজয় হলেই প্রধানমন্ত্রীর বিজয় হবে।

কেন্দ্রীয় উপ-দপ্তর সম্পাদক সায়েম খান বলেন, আমাদের দলীয় মার্কা নৌকা আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের রুপকার জননেত্রী শেখ হাসিনা আনোয়ারুজ্জামান চৌধুরীকে নৌকার মাঝি হিসেবে এই সিলেটে পাঠিয়েছেন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে নৌকাকে বিজয়ী করে সিলেটকে একটি উন্নয়নশীল নগরী হিসেবে গড়ে তোলতে নৌকাকে বিজয়ী করাতে হবে।

আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সিলেট নগর বাসীর উন্নয়নের জন্য যা যা প্রয়োজন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে তাই দেবেন। সততা ও নিষ্ঠার সাথে আমি সিলেটের মানুষের জন্য কাজ করে যাব।

আমি বঙ্গবন্ধুর একজন কর্মী হিসেবে রাষ্ট্র নায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণের উন্নয়নে কাজ করতে চাই।

১৯৭৫ সালের পরে আওয়ামীলীগকে নিষ্ক্রীয় করার জন্য অনেক অপচেষ্টা চালানো হয়েছিল কিন্তু তারা সফল হতে পারি নি।

ঠিক তেমনি ভাবে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে কোন অপশক্তি আমাদের রুখতে পারবে না। সিলেট সিটিতে মেয়র নির্বাচিত হয়ে একটি সুন্দর পরিকল্পিত নগর উপহার দেব। 

সরকার ২৮ শ কোটি দিয়েছে কিন্তু ২৮শ কোটি টাকার কি উন্নয়ন হয়েছে এমন প্রশ্ন রাখেন সাংবাদিকদের কাছে।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাড়ে ১৩শ কোটি টাকা দিয়েছেন ড্রেন, রাস্তা, কালভার্ট নির্মাণের জন্য কি কাজ হয়েছে এখনো সামান্য বৃষ্টি দিলেই নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়।

১৮০ টি ডিও লেটার দিয়েছেন কিন্তু কিছুই হয় নি। সুরমা নদী খননের জন্য বিদ্যুৎ এর জন্য আমি দপ্তরে কথা বলেছি, নগর উন্নয়নের জন্য আধ্যাত্মিক নগরী সিলেটকে স্মার্ট নগরী, ইউনাইটেড ইউনিটি গড়ার জন্য আমি ইতিমধ্যে কাজ করে যাচ্ছি।

সকলে যদি সহযোগিতা করেন আমি জীবন দিয়ে হলেউ কাজ করব উন্নয়নের জন্য। এই সিলেটের জন্য মাননীয় নেত্রী আমাকে নৌকা দিয়ে পাঠিয়েছেন আপনারা আমাকে নির্বাচিত করলে সকল ধরনের উন্নয়নে কাজ করব আপনাদের সন্তান আপনাদের ছেলে।

সিলেটে মানুষের জন্য হাইস্পীড ট্রেনের ব্যবস্থা করা হবে। মশা নিধনে সিলেট সিটি কর্পোরেশন ব্যর্থ হয়েছে। সিলেট সিটি করপোরেশনের বরাদ্দ কৃত টাকা কোথায় যায় সেটা খুঁজে বের করতে হবে।

করোনা, বন্যা, যে কোন দুর্যোগে প্রবাসী ভাইয়েরা এগিয়ে এসেছেন আর এই প্রবাসী ভাইদের বাড়ি ঘর জায়গা দখল করে নিচ্ছে ভূমিদস্যুরা আমি তাদের বিরুদ্ধে যোদ্ধ ঘোষণা করছি।

গণজাগরণের মাধ্যমে এসব দস্যুদের ও সন্ত্রাসীদের বিতাড়িত করতে হবে। সিলেট নগরীকে সিসি ক্যামেরার আওতায় আনতে হবে।

কর্মীরাই জনগণের সাথে বন্ধন তৈরী করে তোলবে। আনোয়ারুজ্জামান চৌধুরী যে খেলায় নেমেছ সে খেলায় জিতবে। ইউনাইটেড ইউনিটি।

এইবার নির্বাচনে আওয়ামিলীগের নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীকে নির্বাচিত করতে আওয়ামীলীগের সকল কর্মীরা ঐক্যবদ্ধ ভাবে মাঠে কাজ করবে।

আনোয়ারুজ্জামান চৌধুরী জনগণকে ভালোবাসা দিয়েছে এবং কর্মীরা সমাবেশে হাতে রেখে শপথ নিয়েছেন নৌকাকে বিজয়ী করে আনোয়ারুজ্জামান চৌধুরী নির্বাচিত করানো হবে।

মানুষের কাছে যেতে হবে বিনয়ের সাথে জনগণের কাছে গিয়ে নম্র ভাবে ভোট চাইতে হবে। 

আনুষ্ঠানিক ভাবে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে তিনি পরিচয় করিয়ে দেন কর্মী সমাবেশে। ২১জুন সিলেটে খেলা হবে উল্লেখ করে বঙ্গবন্ধুর আদর্শের প্রতীক নৌকাকে বিজয়ী করতে সকল নেতা কর্মীদের শপথ পড়ান।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট ৩- আসনের এমপি হাবিবুর রহমান হাবিব সহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা।